কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র সফর শেষে ভারতে এসেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। দুই দিনের এই সফরে তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ ‘অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস (আইসিইটি)’-এর অগ্রগতি পর্যালোচনা করবেন। রোববার (৫ জানুয়ারি) দিল্লিতে পৌঁছেছেন সুলিভান।
বাইডেন প্রশাসনের মেয়াদ শেষে এটি সুলিভানের সর্বশেষ ভারত সফর। চলতি মাসের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এ প্রেক্ষাপটে সুলিভানের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ বিকেলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসবেন জ্যাক সুলিভান। বৈঠকে আইসিইটি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদার করতে বাইডেন প্রশাসনের সময়ে আইসিইটি উদ্যোগটি নেওয়া হয়েছিল।
এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানায়, দিল্লি সফরের সময় জ্যাক সুলিভান আইআইটিতে বৈদেশিক নীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেবেন। পাশাপাশি, দোভালের সঙ্গে আলোচনায় বেসামরিক পারমাণবিক অংশীদারিত্ব, চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার কৌশল এবং অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যু স্থান পাবে।
সফরের আগে হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, “সুলিভানের সফরের মাধ্যমে ভারতের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও গভীর হবে। মহাকাশ, প্রতিরক্ষা এবং কৌশলগত প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নিরাপত্তা বিষয়েও আলোচনা হবে।”
উল্লেখ্য, প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ২০২২ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আইসিইটি চালু করা হয়েছিল।