ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ট্রেড লাইসেন্স এবং হোল্ডিং ট্যাক্স আদায়ে ঢাকা ব্যাংকের সঙ্গে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
গত বছরের ১৮ নভেম্বর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা ব্যাংক একটি সমঝোতা স্মারক সই করে, যার উদ্দেশ্য ছিল ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স প্রদানে নাগরিকদের ভোগান্তি কমানো।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা বলেন, বর্তমান সময়ে নাগরিক সেবা এবং রাজস্ব আদায়ের প্রক্রিয়া প্রযুক্তির সাথে সঙ্গতি রেখে আরও সহজ ও যুগোপযোগী করা প্রয়োজন। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা যেন দ্রুত এবং সহজে কর প্রদান করতে পারেন, সেজন্য ঢাকা ব্যাংক কাজ করবে।
ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির বলেন, গ্রাহক সেবার মান বৃদ্ধি ও নাগরিকবান্ধব সেবা প্রদান অব্যাহত রাখার মাধ্যমে তারা জনগণের আস্থা অর্জন করবে বলে আশা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকন, ঢাকা ব্যাংকের জিএসআর প্রধান আল তামাস নির্ঝর, লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট প্রধান মোসলে সাদ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।