ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

আগামী সপ্তাহে জানা যাবে জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:২৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৫:২৪:৩১ অপরাহ্ন
আগামী সপ্তাহে জানা যাবে জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ

গত অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে শুধু জাতীয় দলেই নয়, ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দেশের মাটিতেও আর পা রাখা হয়নি এই বাঁহাতি অলরাউন্ডারের। চলমান বিপিএলে চিটাগং কিংসের স্কোয়াডে থাকলেও, ব্যক্তিগত কারণে খেলতে পারেননি সাকিব।

মাঠের খেলায় অনুপস্থিত হলেও সাকিব নিয়মিতই সংবাদ শিরোনামে উঠে আসছেন। গত শুক্রবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাকিবকে দলে ফেরানোর বিষয়ে মন্তব্য করেছেন। তবে এই আশার বাণী বাস্তবে পরিণত হবে কিনা, তা জানা যাবে খুব শিগগিরই। ১২ জানুয়ারির মধ্যে জানা যাবে, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার অব্যাহত থাকবে কি না। কারণ ওই দিনই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল ঘোষণা হবে।

এদিকে, সাকিব ইতোমধ্যে টি২০ থেকে অবসর নিয়েছেন এবং সেপ্টেম্বর মাসে কানপুর টেস্টের আগে জানিয়েছিলেন, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল তার শেষ টি২০ ম্যাচ। টেস্ট ক্যারিয়ারও তিনি অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে শেষ করার কথা ভাবছিলেন। তবে আগস্টের রাজনৈতিক অস্থিরতার কারণে একাধিক মামলার মুখে পড়েন, ফলে দেশে ফিরে আসা হয়নি। কানপুর টেস্ট ছিল তার শেষ লাল বলের ম্যাচ।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, সাকিব কি আর জাতীয় দলে ফিরবেন? যদিও তিনি ওয়ানডে থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তবে তিনি আগেই বলেছিলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ইচ্ছা আছে তার।

১২ জানুয়ারি যদি বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে সাকিবের নাম না থাকে, তাহলে ধারণা করা হচ্ছে, ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচই তার শেষ আন্তর্জাতিক ওয়ানডে হবে। তবে যদি চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পান, তাহলে হয়তো এই আসরেই শেষবার জাতীয় দলের জার্সি পরে মাঠে নামবেন।

দলে ডাক আসুক বা না আসুক, শোনা যাচ্ছে, এক সপ্তাহের মধ্যে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানা যাবে।


কমেন্ট বক্স