চাকরি থেকে অব্যাহতি পাওয়া পুলিশের ৪০তম ব্যাচের ৩২১ সাব-ইন্সপেক্টরকে চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সোমবার (৬ জানুয়ারি) সচিবালয়ের সামনে অবস্থান করা ওই সাব-ইন্সপেক্টরদের একটি প্রতিনিধি দল জানান, তাদের দাবি যৌক্তিক এবং সচিব তাদের পুনর্বহালের আশ্বাস দিয়েছেন। তবে তারা কবে পুনর্বহাল হবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তারিখ জানানো হয়নি।
এদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৪ দফায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। অক্টোবরে শুরু হওয়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বাদ পড়ার পর সোমবার দ্বিতীয় দিনের মতো তারা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এদিকে, সচিবালয়ের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে ওই সাব-ইন্সপেক্টররা চাকরি থেকে বাদ পড়েছেন এবং তারা এখনও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।