জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে তিনি এখানে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রের বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন।
মিথিলা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, তিনি এই কাজটি করতে সম্মতি দিয়েছেন। বর্তমানে তিনি বিদেশে আছেন এবং দেশে ফিরে শীঘ্রই কাজ শুরু করবেন।
‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ নাটকটির গল্পের পাশাপাশি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অসাধারণ রসায়ন দর্শকদের মন জয় করেছে। নাটকের বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি, যিনি এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অফ দ্য ব্লু সি’ এবং ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামার বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। নাটকের দ্বিতীয় প্রধান চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন মিথিলা।
এ বিষয়ে অভি তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন যে, মিথিলা ‘ডটস’-এ ডাবিং করছেন। তিনি বলেন, “রাফিয়াত রশিদ মিথিলা ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’-এর বাংলা ডাব-এ ডঃ ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন, যা মূলত কোরিয়ান অভিনেত্রী কিম জি ওয়ান দ্বারা চিত্রিত হয়েছে।”
মিথিলা বলেন, “আমি এর আগে নিজের সিনেমার চরিত্রের জন্য ডাবিং করেছি, তবে কখনোই অন্য কারও জন্য ডাবিং করিনি। কোরিয়ান ড্রামায় ডাবিং করা আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে। ভয়েস আর্টিস্টদের কাজটা সহজ নয়, কারণ শুধু সংলাপ বললেই হয় না, চরিত্রের বৈশিষ্ট্য এবং ইমোশন কণ্ঠে ধারণ করাও গুরুত্বপূর্ণ।”
মিথিলাকে সর্বশেষ ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে দেখা গেছে, যেখানে তিনি ভিন্নধারার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।