ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় মাওবাদীদের পেতে রাখা বোমার বিস্ফোরণে আট পুলিশ সদস্য ও একজন গাড়িচালক নিহত হয়েছেন। তারা একটি অভিযান শেষে ফেরার সময়, সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে বাস্তার অঞ্চলের কুতরুতে এই বিস্ফোরণের শিকার হন।
এর আগে, সকালে নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের আবুজমাড় অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজন বিদ্রোহীকে হত্যা করে, যাদের মধ্যে দুই নারীও ছিলেন। অভিযান থেকে একে-৪৭ ও সেলফ-লোডিং রাইফেলের মতো স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই অভিযান থেকেই ফেরার সময় পুলিশ সদস্যরা হামলার শিকার হন।
নিহত আট পুলিশ সদস্য ছিলেন জেলা রিজার্ভ গার্ডের সদস্য, যা ছত্তিশগড়ে মাওবাদীদের মোকাবেলার জন্য একটি বিশেষায়িত পুলিশ ইউনিট। হামলাস্থলের ছবি থেকে বিস্ফোরণের তীব্রতা বোঝা যায়, যেখানে একটি বিশাল গর্ত দেখা গেছে।
এই হামলা এমন এক সময়ে ঘটেছে, যখন নিরাপত্তা বাহিনী দেশটির মাওবাদী প্রভাবিত এলাকাগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং বিদ্রোহীদের কোণঠাসা করতে সক্ষম হয়েছে।
বিজাপুরের বাস্তার থেকে বিজেপি সংসদ সদস্য মহেশ কাশ্যপ এই হামলাকে 'কাপুরুষোচিত' বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাওবাদীদের নির্মূল করছে, তাই তারা হতাশ হয়ে এই দুর্ভাগ্যজনক হামলা চালিয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ভারতের সরকার ২০২৬ সালের মধ্যে বাস্তার থেকে মাওবাদীদের উৎখাত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।