ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানির দাম: অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের ছায়া দেখছেন ব্যবসায়ীরা জাবি ছাত্রদলের কমিটি ঘোষণা কুয়েত সফরে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান নওগাঁয় বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি ফখরুল, সেক্রেটারি নাছির বিরতি ভেঙে সামনে এলেন হানি সিং, সঙ্গে রয়েছেন আতিফ আসলাম জ্বীনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাসে ৩০ লাখ টাকা আত্মসাৎ, অতঃপর... আফগানিস্তান ক্রিকেট দলের নতুন দায়িত্ব পেলেন ইউনিস খান ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে: হাসনাত জিয়া পরিবারের অবিস্মরণীয় এক দিন বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের শাশুড়িকে কাছে পেয়ে আবেগাপ্লুত জোবাইদা রহমান ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যুবদল নেতা? দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান হত্যা মামলার আসামি সাদপন্থি ২৩ জনের আগাম জামিন লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না: ট্রুডো তামিমকে নিয়ে সিলেটে বৈঠকে বসেছে বিসিবি ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ পতনের পথে মিয়নামারের জান্তা সরকার!

পাঠ্যবই থেকে বাদ ‘রাজনৈতিক অতিকথন ও বন্দনা’

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৬:১৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৬:১৯:৫৩ অপরাহ্ন
পাঠ্যবই থেকে বাদ ‘রাজনৈতিক অতিকথন ও বন্দনা’
অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবইয়ে গতকাল যুক্ত করা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা, যার মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা, আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন, ভোটাধিকার হরণ, ব্যাংক লুট, গুম ও খুনের ঘটনা। এছাড়া, ইতিহাস থেকে রাজনৈতিক অতিকথন ও বন্দনা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছে এনসিটিবি।

এদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অনেক ঘটনা এখন পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, এবং শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর অন্তর্বর্তী সরকারের শাসন শুরু হলে পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হয় এবং পুরানো শিক্ষাক্রম বাতিল করা হয়।

বিশেষজ্ঞদের মতে, গত ১৬ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে, তবে এবার সেই ইতিহাসের যথাযথ উপস্থাপনা করা হয়েছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, "মুক্তিযুদ্ধে যার যা অবদান, তা এবার পাঠ্যবইয়ে সঠিকভাবে প্রতিফলিত হবে।"

নতুন পাঠ্যবইয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস, ছাত্র-জনতার ওপর পতিত সরকারের বর্বরোচিত হামলা, ভোটাধিকার হরণ, গুম-খুনের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিষয়গুলির অন্তর্ভুক্তি ছাত্র-জনতাকে সম্মান জানাবে এবং জনগণের কাছে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করবে।

ঢাকা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, "এই শহীদদের বীরগাথা পাঠ্যবইয়ে স্থান পাবে, এবং যারা জীবিত আছেন, তাদের বক্তব্যও গল্প আকারে তুলে ধরা হবে।"

এছাড়া, গবেষকরা আগামী বছর পাঠ্যবইয়ে আরও সংশোধন আনার আহ্বান জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানির দাম: অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের ছায়া দেখছেন ব্যবসায়ীরা

জ্বালানির দাম: অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের ছায়া দেখছেন ব্যবসায়ীরা