দীর্ঘ ৫০ বছর আড়ালে থাকার পর, অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে উপস্থিত হলেন মেজর ডালিম। রবিবার রাতে ‘লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীরবিক্রম)’ শিরোনামে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে এই লাইভ সেশন অনুষ্ঠিত হয়।
টক শো-টির শুরুতে মেজর ডালিম দেশবাসী, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের প্রতি আমার লাল শুভেচ্ছা রইল।" তিনি আরও বলেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া, এবং বর্তমান সময়ের বিপ্লবীদের বিজয় এখনো সম্পূর্ণ অর্জিত হয়নি; আরও সময়ের প্রয়োজন রয়েছে।
২৪-এর বিপ্লবীদের উদ্দেশে মেজর ডালিম বলেন, ‘বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র-জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে…তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। পিছপা হবো না, ইনশাআল্লাহ। আমরা তাদের শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম, সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়। তারা যাতে বিজয় অর্জন করে সুখী-সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাদের দুর্জ্যেয় ঘাঁটি হিসেবে গড়ে তুলতে পারে।’
Mytv Online