রাজধানীর পল্টনের মানিকগঞ্জ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সকাল ৯টা ১৭ মিনিটে ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। অবশেষে সকাল সাড়ে ১০টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।”
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা সম্পর্কে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আগুন লাগার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।