পঞ্চগড়ে তাপমাত্রা আবারও কমে ৯ দশমিক ৫ ডিগ্রিতে নেমেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে তেঁতুলিয়ায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, এ নিয়ে জেলায় ফের মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
এর আগে সোমবার (৬ জানুয়ারি) তাপমাত্রা বেড়ে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। তবে মঙ্গলবার সকালে তা আবারও নেমে আসে বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন।
তিনি বলেন, ‘আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে শীতের প্রকোপ বেড়েছে এবং মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।’
সরেজমিনে দেখা গেছে, দিনের বেলা ঠান্ডা কিছুটা সহনীয় থাকলেও রাত থেকে ভোর পর্যন্ত তীব্রতা বাড়ছে। এ অবস্থায় শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ জানুয়ারি) তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরপর পরবর্তী দিনগুলোতে তাপমাত্রা কিছুটা বেড়ে ১২ ডিগ্রির ঘরে উঠেছিল।
মঙ্গলবার সকালে কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকরা।