বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে তিনি লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা। অর্ধ যুগের বেশি সময় পর মা-ছেলের এ সাক্ষাৎকে কেন্দ্র করে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।
যুক্তরাজ্যের বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী বিমানবন্দরের সামনে তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন। এরপর তাকে লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হবে। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসার বিষয়টি দেখভাল করবেন।
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানিয়ে আসছিল বিএনপি। দলের পক্ষ থেকে এ নিয়ে আন্দোলনও হয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের সময় এ দাবি উপেক্ষিত ছিল।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর খালেদা জিয়ার মুক্তির পথ সুগম হয়। মুক্তি পাওয়ার পর দলের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার প্রস্তুতি শুরু হয়। আজকের এ যাত্রা তার চিকিৎসার দীর্ঘপ্রতীক্ষিত উদ্যোগের অংশ।
বিমানবন্দরে তাকে বিদায় জানাতে বিএনপির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। গতকাল সন্ধ্যায় কাতারের আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কাতারের আমির তার শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে এ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন।
Mytv Online