ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পালাচ্ছেন মানুষ, পুড়ে ছাই ১১০০ ঘরবাড়ি ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ২ যুবক নিহত ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর খালেদা-তারেকের ছবি ফেসবুকে পোস্ট অরুনার, তোপের মুখে ডিলিট! ফের ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার পরিস্থিতি কী? সকালে আদা চা খেলে কী হয় জানেন? অস্থায়ী আদালত বসতে দেবে না মাদ্রাসা শিক্ষার্থীরা গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, মার্কিন রাজ্য নয় : ডেনমার্ক সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে সরকার নির্বাচন নিয়ে তাড়াহুড়ো বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে : রূপা হক লন্ডনে প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া ট্রলি নিয়ে সরতে বলায় বিমানবাহিনী সদস্যকে কিল-ঘুষি যাত্রীর বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সাথে একই অবস্থানে বাংলাদেশ ছেলেকে আটক করতে পুলিশের অভিযান, আতঙ্কে বাবার মৃত্যু গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি পঞ্চগড়ে কমছে দিন ও রাতের তাপমাত্রা, জবুথবু জনজীবন একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৪.৫ ডিগ্রি

রানবন্যার বিপিএলে অল্পে গুটিয়ে গেল ঢাকা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৩:৫৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৩:৫৬:০৬ অপরাহ্ন
রানবন্যার বিপিএলে অল্পে গুটিয়ে গেল ঢাকা
রানবন্যার বিপিএলে রান পেল না ঢাকা ক্যাপিটালস। দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্সের বোলিং তোপে দাঁড়াতে পারল না ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস ১৬.৩ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে যায়।

চার ম্যাচে চারটি জয় পাওয়া রংপুর রাইডার্স টস জিতে ঢাকাকে ব্যাট করতে পাঠায়। হ্যাটট্রিক হারে পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা ঢাকার শুরুটা ভালো ছিল। লিটনের বদলে এদিন ওপেন করতে নামেন হাবিবুর রহমান সোহান এবং তার সঙ্গী ছিলেন গতকালের নতুন যোগ দেয়া জেসন রয়। এই জুটি ৩ ওভারে ২৮ রান তোলে। ১২ বলে ১৪ রান করে সোহান আকিফ জাভেদের বলে বোল্ড হন।

ভালো খেলছিলেন জেসন রয়, তবে ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ১৮ রান করে তিনি শেখ মেহেদীর বলে বোল্ড হন। ঢাকার সংগ্রহ তখন ৬ ওভারে ৫৪ রান। ওয়ান ডাউনে নামা তানজিদ তামিমও ভালো শুরু পেয়েছিলেন, তবে ১৬ বলে ২০ রান করে তিনি বিদায় নেন। এরপর ঢাকার ইনিংসে বিপর্যয় শুরু হয়।

দলীয় ৭০ রানে সাব্বির রহমান (২) কে ফেরান খুশদিল, পরের বলে থিসারা পেরেরাকে শিকার করেন তিনি। ওপেনিং ছেড়ে চার নম্বরে নেমেও বাজে ফর্ম কাটাতে পারেননি লিটন দাস। ১৩ বলে ৯ রান করে নাহিদ রানার শিকারে পরিণত হন। ঢাকার স্কোর তখন ৭৪ রানে ৫ উইকেট।

মোসাদ্দেক এবং আলাউদ্দিন বাবু বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ৯৭ রানে মোসাদ্দেক (১২) এবং ৯৮ রানে আমির হামজা (০) বিদায় নেন। ১০৫ রানে আলাউদ্দিন বাবুকে (১৬) নাহিদ রানা এবং ১১১ রানে মুস্তাফিজুর রহমানকে (১) আকিফ জাভেদ ফেরালে ঢাকা অলআউট হয়ে যায়।

রংপুর রাইডার্সের পক্ষে নাহিদ রানা ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট শিকার করেন। কুশদিল শাহ এবং আকিফ জাভেদ ২টি করে উইকেট শিকার করেন, এছাড়া শেখ মেহেদী, ইফতিখার এবং কামরুল একটি করে উইকেট শিকার করেন।

কমেন্ট বক্স
টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান

টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান