ঢাকা , মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, যুবক পলাতক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান তারেক রহমানের ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে যা বললেন উপাচার্য দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্তকতা খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল বাংলাদেশসহ যেসব দেশ জিয়াউর রহমানের সমাধিতে তোপের মুখে ডা. সাবরিনা খালি পেটে প্রতিদিন বিটরুটের জুস খেলে শরীরে যা ঘটে কমলা না লেবু— কোনটি রোগপ্রতিরোধে বেশি কার্যকরী ছেলের ধাক্কায় বাবার মৃত্যু, ছেলের আত্মহত্যা শিগগিরই দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন হবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ নরওয়েতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ, আটক ১ কিশোর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে: ফিনল্যান্ড কখনোই পারমাণবিক বোমা তৈরি না করার প্রতিশ্রুতি ইরানের প্রেসিডেন্টের বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৮৫ এবার বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পাবেন ফেসবুকে

কঠোর হস্তে সিন্ডিকেট ও বাজারব্যবস্থা নিয়ন্ত্রণের আহবান হাসনাতের

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৫:০৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৫:০৭:১২ অপরাহ্ন
কঠোর হস্তে সিন্ডিকেট ও বাজারব্যবস্থা নিয়ন্ত্রণের আহবান হাসনাতের
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সিন্ডিকেট বদল করে এক হাত থেকে অন্য হাতে ক্ষমতা সোপর্দ করা আপনার কাজ নয়। এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব নিয়ে আপনি সরকারে এসেছেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুততম সময়ে সিন্ডিকেট ভেঙে বাজারব্যবস্থায় স্বস্তি ফিরিয়ে আনুন।’

গতকাল বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন’ শীর্ষক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আয়োজন তরুণদের মধ্যে বিপ্লবী চেতনা ছড়ানোর জন্য বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

হাসনাত বলেন, ‘৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চার মাস পেরিয়ে গেলেও আমরা কোনো উল্লেখযোগ্য বিচার দেখতে পাইনি। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড কিংবা ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনে যেসব কারচুপি হয়েছে, সেগুলোর এখনো কোনো বিচার হয়নি। অন্তর্বর্তী সরকারকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই—জনগণের আস্থা অর্জন করতে হলে আপনাদের এই বিচারগুলো নিশ্চিত করতে হবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের রাজনৈতিক ইতিহাস বিভাজনের। কিন্তু তরুণ প্রজন্ম বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ উৎখাতের প্রত্যয় ব্যক্ত করেছে। প্রবীণ রাজনীতিবিদদের অভিজ্ঞতা এবং তরুণদের সাহসিকতার সম্মিলন ঘটানো এখন জরুরি, নয়তো ২০২৪-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব হয়ে পড়বে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘১৫ জানুয়ারির মধ্যে সরকারকে রক্তের মূল্যায়ন করতে হবে, খুনি হাসিনার বিচারের একটি স্পষ্ট বার্তা দিতে হবে এবং প্রক্লামেশন অব জুলাই রেভল্যুশনে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তা না হলে তরুণ প্রজন্ম চুপ থাকবে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমন্বয়ক ফারহান হাসান এবং নারী নেত্রী নাবিলা তালুকদার।

কমেন্ট বক্স
পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার

পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার