পাকিস্তানের ইসলামাবাদে জার্মান কূটনীতিক টমাস জার্গেন বিলেফেল্ড (৫৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (৬ জানুয়ারি) ইসলামাবাদের কূটনৈতিক ছিটমহল কারাকোরাম হাইটসে তার বাসভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিলেফেল্ড ইসলামাবাদে জার্মান দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ ঘটনার পর জার্মান দূতাবাস পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
লাশ উদ্ধারের সময় টমাস জার্গেন বিলেফেল্ডের চোখ, নাক ও মুখ থেকে রক্ত ঝরছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।