চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে লাঞ্চিত ও মারধরকারী স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলাম শহীদকে তার দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। শহীদ চট্টগ্রাম নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
মঙ্গলবার দুপুরে নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন, যা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় জানা যায়, সোমবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দীনকে দেখতে পান চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নূর হোসেনসহ কয়েকজন নেতা-কর্মী। এক পর্যায়ে তারা নেজামের কলার ধরে তাকে টেনে-হিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলেন এবং মারধর করেন। পরে পুলিশ নেজাম উদ্দীনকে পাঁচলাইশ থানা-পুলিশ হেফাজতে নিয়ে আসে।
এদিকে, শহীদুল ইসলাম শহীদ তার ফেসবুক আইডিতে লাইভ করেন এবং ‘ওসি নেজামকে ধরছি' লিখে একটি স্ট্যাটাস দেন। এই খবরে পাঁচলাইশ থানার সামনে শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী জড়ো হন এবং নেজামকে গ্রেপ্তার করার দাবিতে বিক্ষোভ শুরু করেন।