প্রায় ৩৩ বছর আগে ধর্মকে উপেক্ষা করে ভালোবাসার টানে শাহরুখ খান গৌরীকে বিয়ে করেন। বিয়ের পর দুজনেই একে অপরের ধর্মকে ভীষণভাবে সম্মান করেন এবং কেউই কারও ধর্ম পরিবর্তন করেননি। সম্প্রতি, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শাহরুখ ও গৌরীর মক্কার হজ্জ পালনের একটি ছবি, যা নিয়ে গৌরীর ধর্ম পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে, শাহরুখ-গৌরী হিন্দু রীতি মেনে বিয়ে করলেও তাদের বাড়ি মান্নাতে প্রতিবছর দিওয়ালি ও ঈদ অত্যন্ত আনন্দ সহকারে পালিত হয়। তাদের সন্তানরা নিজেদের ইচ্ছে অনুযায়ী ধর্ম পালন করেন। শাহরুখ খান নিজেও তিরুপতি গিয়ে পুজো করেছেন, এমনকি তার সিনেমা পাঠান এবং জাওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন।
গৌরী খান নামের সঙ্গে "খান" পদবি ব্যবহার করলেও তিনি ধর্মান্তরিত হননি, তিনি এখনও হিন্দু। মক্কায় তাদের একটি ছবি ভাইরাল হয়েছে, কিন্তু তা আসলে একটি এআই (AI) দ্বারা তৈরি ছবি, যা বাস্তবের কোনো সম্পর্ক নেই।