ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

৫৪ বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরলেন

  • আপলোড সময় : ২১-১০-২০২৪ ০৮:১৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৪ ০৮:১৫:১৩ অপরাহ্ন
৫৪ বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরলেন ৫৪ বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরলেন

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রথম দফায় দেশে ফিরেছেন ৫৪ জন বাংলাদেশি। এদের মধ্যে সাত শিশু রয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকায় ফেরেন তারা। তাদের সরকারি খরচে দেশে আনা হয়েছে।

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। বিমানবন্দরে তাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের স্বাগত জানানোর কথা রয়েছে।

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের পর্যায়ক্রমে দেশে ফেরানো হবে। দ্বিতীয় দফায় বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৬৫ বাংলাদেশি দেশে ফিরবেন।


নিউজটি আপডেট করেছেন : zusamrat

কমেন্ট বক্স