ফিলিপিন্সের পূর্ব উপকূলে গ্রীষ্মমণ্ডলীয় শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ট্রামি’ ধেয়ে আসছে, যা বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর ফলে দেশটির সব সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের আবহাওয়া দফতর ‘পাগ-আসা’ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি অরোরা প্রদেশের কাসিগুরান শহর থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থান করছে এবং এটি ঘণ্টায় ৮৫ কিলোমিটার গতিতে ঘুরপাক খাচ্ছে।
ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সরকারি সংস্থাগুলোকে আগামী দিনের বৃষ্টিপাতের পরিমাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন এবং ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, “সবচেয়ে খারাপ সময় এখনও আসতে বাকি। পানির পরিমাণ নজিরবিহীনভাবে বাড়ছে, আমাদের এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত।”
মঙ্গলবার, ‘ট্রামি’র প্রভাবে কেন্দ্রীয় রাজ্য বিকোলে ভারি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে বন্যার পানি বাড়ির ছাদের উচ্চতায় পৌঁছে গেছে। স্থানীয় দুর্যোগবিষয়ক প্রধান সেড্রিক ডেপ জানিয়েছেন, নদীগুলো উপচে পড়ার ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে এবং মাত্র ২৪ ঘণ্টায় দুমাসের মতো বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, মাসবাতে প্রদেশের পালানাস শহরে একটি গাছের শাখা ভেঙে একজনের মৃত্যু ও পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, এছাড়া সাতজন নিখোঁজ রয়েছে। আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় শহরগুলোতে শক্তিশালী বাতাস ও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।