ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা! ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো সৌদিতে থানায় হামলা চালিয়ে ২ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না: উমামা ফাতেমা বিয়ে সেরেছিলেন মাসখানেক আগে, গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু লিভারপুল তারকা দিয়োগো জোতা'র সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে যা বললেন সারজিস

আইএমএফের পরামর্শ: শিল্পে গ্যাসের দাম আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৬:৫১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৬:৫১:২২ অপরাহ্ন
আইএমএফের পরামর্শ: শিল্পে গ্যাসের দাম আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব এআই জেনারেটেড প্রতীকী ছবি
বাংলাদেশের শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার, যা আড়াই গুণ বৃদ্ধি পাবে। বর্তমানে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা, যা পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। ব্যবসায়ীরা এই দাম বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ হয়েছেন এবং তাদের দাবি, গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই। তারা মনে করছেন, গ্যাসের দাম বাড়ানোর ফলে উৎপাদন ব্যাহত হবে এবং বিনিয়োগে ক্ষতি হবে।

এদিকে, নীতি নির্ধারকরা বলছেন, দাতা সংস্থার পরামর্শে ভর্তুকি কমানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত দুই বছর আগে সরকার শিল্পখাতে গ্যাসের দাম ১৭৮ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল, তবে তখনও গ্যাস সংকট কাটেনি। শিল্পখাতে গ্যাসের অস্থির সরবরাহের কারণে উৎপাদন অব্যাহতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পেট্রোবাংলা নতুন শিল্প সংযোগের জন্য গ্যাসের দাম প্রতি ইউনিট ৭৫ টাকার বেশি প্রস্তাব করেছে, পাশাপাশি পুরোনো শিল্পে অনুমোদিত লোডের বেশি ব্যবহারেও নতুন দাম কার্যকর হবে। ব্যবসায়ীরা এই প্রস্তাবকে বৈষম্যমূলক মনে করছেন, যা নতুন শিল্পের জন্য ক্ষতিকর হতে পারে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘‘বর্তমানে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়েনি, তাই দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।’’ তিনি আরও বলেন, ‘‘আগের সরকার দেশীয় গ্যাসের পরিবর্তে এলএনজি আমদানি করে কমিশন বাণিজ্য চালাচ্ছিল, তবে বর্তমান সরকারের কমিশন বাণিজ্য নেই, ফলে দাম আরও কমানোর সুযোগ ছিল।’’

নীতিনির্ধারকরা জানান, সরকার এলএনজি আমদানিতে বড় অংকের ভর্তুকি দিচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে। এই প্রস্তাব এখন বিইআরসি কারিগরি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই হবে, তারপর গণশুনানির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান

গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান