"এমএসএন"—মেসি, সুয়ারেজ, এবং নেইমার। বার্সেলোনার এই ত্রয়ী ক্লাব ফুটবলে রীতিমতো আতঙ্কের নাম ছিল। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত এই ত্রয়ী মিলে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩৬৪ বার, যা ফুটবল ইতিহাসে এক অনন্য রেকর্ড। তবে ২০১৭ সালে নেইমারের পিএসজিতে পাড়ি দেওয়ার মধ্য দিয়ে ভেঙে যায় এই ত্রিফলা আক্রমণ।
বর্তমানে মেসি ও সুয়ারেজ খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে। অন্যদিকে নেইমার সৌদি আরবের ক্লাব আল-হিলালে। তবে নেইমারের সঙ্গে আল-হিলালের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি বছরের জুনে। নতুন চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় গুঞ্জন উঠেছে, হয়তো আবারও মেসি-সুয়ারেজের সঙ্গে একই দলে দেখা যেতে পারে নেইমারকে।
সম্প্রতি নেইমার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলার সুযোগ পেলে তা দারুণ ব্যাপার হবে। তিনি বলেন, "মেসি ও সুয়ারেজ আমার বন্ধু। আমরা এখনও কথা বলি। যদি এই ত্রয়ীকে আবার এক করা যায়, তা অবিশ্বাস্য হবে।"
পিএসজি থেকে আল-হিলালে যোগ দেওয়ার পেছনে কারণ ব্যাখ্যা করে নেইমার বলেন, "যখন পিএসজি ছাড়ার খবর বের হয়, তখন যুক্তরাষ্ট্রে দলবদলের সুযোগ বন্ধ ছিল। আল-হিলাল যেভাবে আমাকে প্রজেক্ট তুলে ধরেছিল, তা আমার এবং আমার পরিবারের জন্য উপযুক্ত মনে হয়েছিল। তাই সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নিই।"
যদিও আল-হিলালে তার সময়টা খুব একটা সুখকর হয়নি। একের পর এক চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ব্রাজিলিয়ান তারকাকে।
ফুটবল ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যদি "এমএসএন" আবারও একত্রিত হয়, তবে তা বিশ্ব ফুটবলে আবারও আলোড়ন তুলতে পারে। ফুটবল, যার প্রকৃতি বিস্ময়ে ভরা, হয়তো ভবিষ্যতে আবারও "এমএসএন" ম্যাজিক উপহার দিতে পারে।