ঢাকা , শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার প্রেমিকের মৃত্যু সালমান শাহর ভক্তদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব টাঙ্গাইলে অসময়ে রেকর্ড বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা তেলেঙ্গানার মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা বোনকে খুন করে হাত-পা ভেঙে লাশ বস্তায় ভরেন ভাই, পুলিশকে বলেন ‘বস্তায় গম হ্যালোইনের সঙ্গে কুমড়োর যে সম্পর্ক আজীবন ফিলিস্তিনের পক্ষে লড়াই করা সেই নারী এখন প্রেসিডেন্ট মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিলল ৬ কেজি ভারতীয় রুপা নন-কমপ্লায়েন্ট কারখানা বন্ধ হওয়া দেশের জন্য খারাপ কিছু নয়: প্রেস সচিব সেন্ট মার্টিনে পর্যটকদের জন্য ১২ নতুন নির্দেশনা ট্রাম্পের পর কানাডা-জাপানের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শি বিএনপির উচিত ছিল আগেই সংস্কার কমিশন বয়কট করা : আব্দুল্লাহ তাহের টানা ৩০ দিন কাঁচা রসুন খেলে শরীরে যা ঘটবে ‘বিদায়’ বলে ইনস্টাগ্রামের সব ছবি মুছে দিলেন আলিজেহ শাহ ভয় দেখিয়ে লাভ নেই হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে: গোলাম পরওয়ার সংস্কার প্রস্তাব না মানা নতুন রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস: ডা. তাহের

এমপি কোটায় আনা বিলাসবহুল গাড়িগুলো নিয়ে এনবিআরের নতুন সিদ্ধান্ত

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:২৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:২৯:৩৪ অপরাহ্ন
এমপি কোটায় আনা বিলাসবহুল গাড়িগুলো নিয়ে এনবিআরের নতুন সিদ্ধান্ত
শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৪২টি ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আওয়ামী লীগের সংসদ সদস্যদের নামে আনা এই গাড়িগুলো নিলামের বদলে আমদানিকারকদের মাধ্যমে ছাড় করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকার বাড়তি রাজস্ব আদায়ের আশা করছে এনবিআর।

গত বছরের ১৪ সেপ্টেম্বর জাপান থেকে আনা এই গাড়িগুলো চট্টগ্রাম বন্দরের কার শেডে রাখা হয়। আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে গাড়ি ছাড় করার কথা থাকলেও, ছাত্র-জনতার আন্দোলনের ফলে সংসদ সদস্যদের পদত্যাগের কারণে এই প্রক্রিয়া থমকে যায়।

বর্তমানে প্রতিটি গাড়ির আমদানি মূল্য দেড় কোটি টাকা হলেও, ৮৫০% শুল্ক যোগ হওয়ায় বাজারমূল্য দাঁড়িয়েছে ১২ থেকে ১৫ কোটি টাকা। অতিরিক্ত শুল্কায়নের কারণে গাড়িগুলো বিক্রি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানিকারকরা সাড়ে আট কোটি টাকা শুল্ক পরিশোধ করলে গাড়ি ছাড় দেওয়া হবে। অন্যথায় নিলামের মাধ্যমে গাড়িগুলো বিক্রি করা হবে। চট্টগ্রাম কাস্টম হাউজের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, "আমদানিকারকদের শুল্ক পরিশোধ করতে বলা হয়েছে। না করলে গাড়িগুলো নিলামে তোলা হবে।"

এদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও জানিয়েছে, জায়গা খালি করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, "নিলাম বা ছাড় যেভাবেই হোক, জায়গা খালি হওয়া দরকার।"

গাড়ি ব্যবসায়ীরা মনে করছেন, এত চড়া দামে এই গাড়ি বাজারে বিক্রি করা কঠিন হবে। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, "১০ কোটি টাকার গাড়ি ছাড় করা সম্ভব হবে না। দ্রুত নিলামের ব্যবস্থা করা উচিত।"

প্রসঙ্গত, এর আগে সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনসহ সাতজন সংসদ সদস্য গত বছরের জুলাই মাসেই তাদের গাড়ি ছাড় করিয়ে নিয়েছিলেন।

ফুটবল ভক্তদের মতোই বন্দর কর্তৃপক্ষও অপেক্ষা করছে দ্রুত সমাধানের। এখন দেখার বিষয়, শুল্ক পরিশোধের মাধ্যমে গাড়িগুলো ছাড় হবে, নাকি নিলামের মাধ্যমে রাজস্ব আদায় হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন

ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন