যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে জেটব্লু এয়ারলাইনসের একটি প্লেনের ল্যান্ডিং গিয়ার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্ক থেকে আসা ফ্লাইটটির রুটিন পরিদর্শনের সময় এই মরদেহগুলো পাওয়া যায়। বিমান সংস্থা জেট ব্লু জানিয়েছে, মরদেহগুলো প্লেনের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে পাওয়া গেছে। এ ঘটনায় মৃত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
কীভাবে ওই দুই ব্যক্তি প্লেনে প্রবেশ করেছিলেন এবং সেখানে কী ঘটেছিল, তা এখন তদন্তাধীন বলেও জানিয়েছে বিমান সংস্থাটি। স্থানীয় ব্রোয়ার্ড শেরিফের অফিস এবং মেডিকেল পরীক্ষকেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।