ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেমের মেয়াদ নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং তাকে হত্যার হুমকি দিয়েছেন। এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে গ্যালান্ত উল্লেখ করেন, “সাময়িক নিয়োগ, দীর্ঘদিনের জন্য নয়” এবং আরও লেখেন, “কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।” এতে হিজবুল্লাহর নতুন প্রধানের স্থায়িত্ব নিয়ে ইসরাইলের আক্রমণাত্মক মনোভাব প্রকাশ পায়।
হিজবুল্লাহ গতকাল (মঙ্গলবার) ৭১ বছর বয়সী নাঈম কাসেমকে তাদের নতুন প্রধান হিসেবে ঘোষণা করে। কাসেম সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং এর আগে উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি হাসান নাসরুল্লাহের উপদেষ্টা এবং সংগঠনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর পোস্টের পাশাপাশি ইসরাইলের দাফতরিক আরবি ভাষার অ্যাকাউন্ট থেকেও এক্সে বলা হয় যে, যদি কাসেম তার পূর্বসূরি নাসরুল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের পথ অনুসরণ করেন, তাহলে তার মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে এবং হিজবুল্লাহর সামরিক শক্তি ধ্বংস করা ছাড়া ইসরাইলের কাছে কোনো সমাধান নেই।
নাঈম কাসেমের নতুন দায়িত্বের এই সময়ে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।