মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন, তবে ট্রুডো তা অস্বীকার করেছেন। তিনি এক্স (টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে বলেছেন, "কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না," এবং এর সঙ্গে তিনি আরও যোগ করেছেন, "কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না, আমাদের দুই দেশের শ্রমিকরা ও সম্প্রদায়গুলো একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং নিরাপত্তা অংশীদার হয়ে উপকৃত হচ্ছে।"
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানী জোলিওও ট্রুডোর সুরে কথা বলেন, বললেন, "কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে ট্রাম্পের কোনো ধারণা নেই। আমাদের অর্থনীতি এবং জনগণ শক্তিশালী। আমরা কখনো হুমকির মুখে পিছু হটব না।"
অন্যদিকে, ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, "কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে চায়," এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে কানাডাকে যুক্ত করতে বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করেন, যেমন শুল্কের কমতি ও করের হ্রাস। তবে কানাডা তা প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান রেখেছে।