ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পালাচ্ছেন মানুষ, পুড়ে ছাই ১১০০ ঘরবাড়ি ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ২ যুবক নিহত ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর খালেদা-তারেকের ছবি ফেসবুকে পোস্ট অরুনার, তোপের মুখে ডিলিট! ফের ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার পরিস্থিতি কী? সকালে আদা চা খেলে কী হয় জানেন? অস্থায়ী আদালত বসতে দেবে না মাদ্রাসা শিক্ষার্থীরা গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, মার্কিন রাজ্য নয় : ডেনমার্ক সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে সরকার নির্বাচন নিয়ে তাড়াহুড়ো বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে : রূপা হক লন্ডনে প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া ট্রলি নিয়ে সরতে বলায় বিমানবাহিনী সদস্যকে কিল-ঘুষি যাত্রীর বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সাথে একই অবস্থানে বাংলাদেশ ছেলেকে আটক করতে পুলিশের অভিযান, আতঙ্কে বাবার মৃত্যু গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি পঞ্চগড়ে কমছে দিন ও রাতের তাপমাত্রা, জবুথবু জনজীবন একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৪.৫ ডিগ্রি

জ্বালানির দাম: অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের ছায়া দেখছেন ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৬:৪৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৬:৪৪:২৯ অপরাহ্ন
জ্বালানির দাম: অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের ছায়া দেখছেন ব্যবসায়ীরা
আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারও আলোচনা না করে জ্বালানির দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর আইসিসিবিতে আয়োজিত গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ অভিযোগ করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দীন বলেন, বিগত সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে গ্যাস-বিদ্যুতের দাম এবং করের বোঝা জনগণের ওপর পড়ছে। তিনি জানান, গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিনিয়োগে ক্ষতি হচ্ছে। বর্তমানে নতুন শিল্প সংযোগের জন্য পেট্রোবাংলা প্রতি ইউনিট গ্যাসের দাম ৭৫ টাকা প্রস্তাব করেছে। ব্যবসায়ীরা এ ধরনের হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, এর ফলে শিল্পখাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে।

পোশাক খাতের সহায়ক শিল্প হিসেবে গড়ে ওঠা গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে পোশাক শিল্প থেকে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে একে একে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। আইন-শৃঙ্খলার অবনতি, ঋণের উচ্চ সুদহার এবং অন্যান্য প্রতিবন্ধকতার কারণে শিল্পখাত উন্নতিতে বাধাগ্রস্ত হচ্ছে।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘‘গত ১৫ বছর ধরে সরকার আমাদের সাথে কোনো আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টের স্টেকহোল্ডার। আমাদের সাথে কথা না বলেই এসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’’ বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘‘এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে মনে করি। এর ফলে আমাদের পক্ষে পণ্য রপ্তানির খরচ বাড়বে এবং প্রতিযোগিতা কঠিন হবে।’’

বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দীন আরও বলেন, ‘‘যারা অর্থ পাচার করেছে, তাদের কারণে আজ আমাদের দেশকে এই দুর্ভোগ মোকাবিলা করতে হচ্ছে। এই দুর্নীতির খেসারত সবাইকে বহন করতে হচ্ছে।’’

গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলা ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলায় ২৫টি দেশ থেকে ৫০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এতে দেশি ও বিদেশি প্রতিষ্ঠানদের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি ও নতুন বাজার খোলার সুযোগ সৃষ্টি হবে, এমনটাই আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স
টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান

টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান