রাজবাড়ীর সদর উপজেলায় খানখানাপুর ইউনিয়নের সম্রাটনগর বাজারে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তার দোকানঘর থেকে তিনটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সাদ্দাম হোসেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়ার শাহজাহান মোল্লার ছেলে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে বুধবার রাতে পুলিশের একটি দল উপজেলার বেড়িবাঁধসংলগ্ন গোধূলী পার্কের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশের সন্দেহজনক নজরে আসেন সাদ্দাম হোসেন।
সাদ্দাম পুলিশকে দেখে মোটরসাইকেল নিয়ে দ্রুত সম্রাটনগর বাজারে নিজের ড্রেজার পাইপের দোকানের সামনে গিয়ে থামে। এরপর মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে ধাওয়া করে এবং তার দোকানে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করে।
ওসি রাকিবুল ইসলাম আরও জানান, সাদ্দাম একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে মামলা দায়ের করা হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সাদ্দামের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।