ভারতে একের পর এক বিমানে বোমা হামলার হুমকিতে সৃষ্ট আতঙ্কে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। সর্বশেষ, এয়ার ইন্ডিয়ার ৩২টি বিমানে বোমা রাখার ভুয়া বার্তা ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। 
এ ঘটনায় কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নেমেছে।
গত কয়েক সপ্তাহে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রায় ৪০০ ফ্লাইটে এ ধরনের ভুয়া হুমকি ছড়ানো হয়েছে। এর ফলে ফ্লাইট পরিচালনায় সমস্যা তৈরি হচ্ছে; কিছু ফ্লাইট দেরিতে ছাড়তে হয়েছে, আবার কিছু ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করে জরুরি অবতরণ করানো হয়েছে।
সরকার এই মিথ্যা বার্তা প্রচারের মূল হোতাদের শনাক্ত করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রতি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জাতীয় নিরাপত্তা সংস্থা (এনআইএ) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নায়ডু জানিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের জন্য বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ এবং আইন সংশোধনের পরিকল্পনা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের হুমকি প্রতিহত করা যায়।
                           
                           
     
  
  Mytv Online
 Mytv Online  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                