ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রবেশের জন্য ফ্রি টোকেন সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ৬ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। ৯ জানুয়ারি, বার্তাসংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এই খবর জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে দক্ষিণ ভারতের ঐতিহাসিক মন্দিরে দেবতার দর্শনের জন্য বিনামূল্যে টোকেন সংগ্রহের সময় হুড়োহুড়ি শুরু হলে ছয়জন নিহত এবং আরও অনেকেই আহত হন।
হিন্দুস্থান টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, যখন পুলিশ টোকেন সংগ্রহের গেট খুলে দেয়, তখন উপস্থিত সবাই একযোগে ঢুকে পড়তে শুরু করে, যার ফলে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে যে, সেখানে টোকেন বিতরণে পুলিশের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এদিকে, তিরুপতি মন্দির কর্তৃপক্ষ জানায়, ১০-১৯ জানুয়ারি পর্যন্ত দর্শনের সুযোগ দেওয়ার জন্য তারা টোকেন ইস্যু করতে স্কুলে কাউন্টার স্থাপন করেছিল। কিন্তু লোকজন বুধবারই লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করতে শুরু করে, যার ফলে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
Mytv Online