রাজধানীর পুরান ঢাকার বকশী বাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে বসানো অস্থায়ী আদালতের এজলাস পুড়ে গেছে, যার কারণে আজ (৯ জানুয়ারি) বিডিআর বিদ্রোহের বিচার কাজ অনুষ্ঠিত হচ্ছে না। বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিআর) চিফ প্রসিকিউটর, এডিশনাল অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আলহাজ্ব মো. বোরহান উদ্দিন দুপুরে এজলাস পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, "এখানে আদালত পরিচালনার মতো কোনো অবস্থা নেই।"
বিচারক এবং আসামিপক্ষের আইনজীবীসহ তারা এজলাস কক্ষ পরিদর্শন করেন এবং পরে আদালত বসানোর স্থান ও সময় নির্ধারণের জন্য আলোচনা করবেন। তিনি বলেন, বিচারক দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম শুরু করবেন।
এদিকে, আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিচার কাজের জন্য অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে গতকাল বুধবার রাত থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আজ সকাল থেকে তারা বকশীবাজার মোড় থেকে আলিয়া মাদ্রাসা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এতে বকশীবাজার মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে, অন্যদিকে আশপাশের সড়কেও ধীর গতিতে যান চলাচল করছে।
অন্যদিকে, বকশীবাজার মোড় এবং আশপাশে বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে দুর্বৃত্তরা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে আগুন দিয়ে এজলাস কক্ষে পুড়িয়ে দেয়, যার ফলে পুরো কক্ষটি নষ্ট হয়ে গেছে।