ঢাকা , বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী ব্যাংক কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি এসপি পদায়নের লটারি কিভাবে হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মিশেল ওবামার ‘ফটোশ্যুট’ ঘিরে তোলপাড়, কিসের ইঙ্গিত সাবেক ফার্স্ট লেডির ৪০৮ রানে ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকা মা সেজে মৃত মায়ের পেনশন তুলতে গিয়ে ধরা খেলো ছেলে দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ‘ক্ষমা’ করলেন ট্রাম্প ইতালিতে নারী হত্যার বিরুদ্ধে স্বতন্ত্র আইন পাস নতুন মদের দোকান চালু করছে সৌদি আরব নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা পাকিস্তানের লম্বা ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ জানাল তদন্ত কমিটি ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই পৌঁছেছে দিল্লিতে, ব্যাহত উড়োজাহাজ চলাচল বিকৃতভাবে বোরকা পরে বরখাস্ত অস্ট্রেলীয় সিনেটর বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ মেজর সিনহা হত্যা -মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপ, গুলি করেন লিয়াকত ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে: যৌথ বিবৃতি নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা ৬৫০ মিলিয়ন ডলারে বিক্রি হলো দ্য টেলিগ্রাফ

ভারতে শেখ হাসিনার ভিসা বৃদ্ধি: মন্তব্যের প্রয়োজন দেখছে না ঢাকা

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৪:৫৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৪:৫৮:২৮ অপরাহ্ন
ভারতে শেখ হাসিনার ভিসা বৃদ্ধি: মন্তব্যের প্রয়োজন দেখছে না ঢাকা
ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে কোনো মন্তব্যের প্রয়োজন নেই বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রফিকুল আলম বলেন, “শেখ হাসিনার পাসপোর্ট ইতোমধ্যে বাতিল হয়েছে। এ অবস্থায় ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে মন্তব্যের প্রয়োজন নেই।”

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে মোদি সরকার।

এদিকে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লিতে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে।

গত ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

এর আগে, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, “গুম ও হত্যায় জড়িত থাকার অভিযোগে ২২টি পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার নামও রয়েছে।”

কূটনৈতিক নোটের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “দিল্লি থেকে এখনো কোনো উত্তর আসেনি। ঢাকা উত্তরের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনে তাগিদপত্র দেওয়া হবে।”

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আসন্ন চীন সফর নিয়েও আলোচনা হয়। মুখপাত্র জানান, “সফরটি দুই দেশের সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে। আলোচ্যসূচিতে বাণিজ্য, অর্থনীতি ও রোহিঙ্গা সংকটের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।”

অন্যদিকে, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, “সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। তবে মানবিক দিকও বিবেচনায় রাখতে হয়।”

এছাড়া, মোজাম্বিকে থাকা বাংলাদেশিদের সুরক্ষার বিষয়েও কাজ করছে বাংলাদেশ দূতাবাস বলে জানিয়েছেন তিনি।

কমেন্ট বক্স
খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী