ঢাকা , বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় ফুফু নিহত, ভাতিজি আহত প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে তালাকের পরে ফের বিয়ে নিয়ে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা? লোকজন বিয়ে করছে আর আমি একটা প্রেমও করতে পারছি না: শ্রীলেখা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখতে বললেন তামিম সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির, না মানলে ব্যবস্থা ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন নেতানিয়াহু আগামীকাল বার্ষিক পরীক্ষা, আজ চলছে শিক্ষকদের কর্মবিরতি লিভারের ক্ষতি হলে ত্বকই দেয় প্রথম সংকেত! এই ৪ লক্ষণ এড়িয়ে যাবেন না ক্ষতিগ্রস্ত বিদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করেছে শ্রীলঙ্কা বৃষ্টি-বন্যায় ভয়াবহ বিপর্যয় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা কৃষ্ণসাগরে তেলবাহী দুই ট্যাংকারে ইউক্রেনের হামলা, ছিলেন ৪ বাংলাদেশি নাবিক আকাশসীমা বন্ধের ঘোষণা ট্রাম্পের, ভেনেজুয়েলার তীব্র নিন্দা

ভারতে শেখ হাসিনার ভিসা বৃদ্ধি: মন্তব্যের প্রয়োজন দেখছে না ঢাকা

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৪:৫৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৪:৫৮:২৮ অপরাহ্ন
ভারতে শেখ হাসিনার ভিসা বৃদ্ধি: মন্তব্যের প্রয়োজন দেখছে না ঢাকা
ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে কোনো মন্তব্যের প্রয়োজন নেই বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রফিকুল আলম বলেন, “শেখ হাসিনার পাসপোর্ট ইতোমধ্যে বাতিল হয়েছে। এ অবস্থায় ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে মন্তব্যের প্রয়োজন নেই।”

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে মোদি সরকার।

এদিকে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লিতে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে।

গত ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

এর আগে, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, “গুম ও হত্যায় জড়িত থাকার অভিযোগে ২২টি পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার নামও রয়েছে।”

কূটনৈতিক নোটের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “দিল্লি থেকে এখনো কোনো উত্তর আসেনি। ঢাকা উত্তরের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনে তাগিদপত্র দেওয়া হবে।”

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আসন্ন চীন সফর নিয়েও আলোচনা হয়। মুখপাত্র জানান, “সফরটি দুই দেশের সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে। আলোচ্যসূচিতে বাণিজ্য, অর্থনীতি ও রোহিঙ্গা সংকটের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।”

অন্যদিকে, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, “সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। তবে মানবিক দিকও বিবেচনায় রাখতে হয়।”

এছাড়া, মোজাম্বিকে থাকা বাংলাদেশিদের সুরক্ষার বিষয়েও কাজ করছে বাংলাদেশ দূতাবাস বলে জানিয়েছেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার

বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার