সাত বছর পর চালু হলো দামেস্ক জাতীয় জাদুঘর
-
আপলোড সময় :
১০-০১-২০২৫ ০১:০৭:৪৬ অপরাহ্ন
-
আপডেট সময় :
১০-০১-২০২৫ ০১:০৭:৪৬ অপরাহ্ন
সিরিয়ার ক্ষমতার পালাবদলের একমাস পর পুনরায় চালু হলো দামেস্ক জাতীয় জাদুঘর। গৃহযুদ্ধে চলার সময় প্রায় ৭ বছর ধরে বন্ধ ছিল জাদুঘরটি।সিরিয়ার পুরাকীর্তি বিভাগ জানিয়েছে, চলমান সরকার বিরোধী আন্দোলনে জাদুঘরের মূল্যবান জিনিস ও পুরাকীর্তির কিছুই নষ্ট বা ধ্বংস হয়নি।এমনকি হায়াত তাহরির আল-শাম যখন রাজধানী দামেস্ক দখল করে তখনও জাদুঘরের সবকিছু অক্ষত ছিল। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হলে জাদুঘরের মূল্যবান সংগ্রহ নিরাপদে অন্যত্র সরিয়ে নেয় আসাদ সরকার।২০১৮ সালে কিছু মূর্তি জনসাধারণের প্রদর্শনের জন্য জাদুঘরের সামনে রাখা হয়েছিল। জাদুঘরটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে বিশ্বের সব প্রত্নতাত্ত্বিক মিশনকে আহ্বান জানানো হয়েছে।
কমেন্ট বক্স