বিদেশে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করছে, মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার রাজধানী সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় নির্বাচন নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হলে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের অস্থিরতা দূর করবে এবং বিনিয়োগ বৃদ্ধি করবে। এখন অনেকেই নির্বাচনের অস্থিরতা নিয়ে চিন্তিত, তবে রোডম্যাপ প্রকাশিত হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং বিনিয়োগের পরিবেশ তৈরি হবে।”
প্রবাসী শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে যারা কাজ করতে যান, তারা বেশি খরচ করেন কিন্তু কম বেতন পান। ভাষার সমস্যা এবং সামর্থ্য কম থাকায় এই সমস্যা আরও প্রকট হয়।”
বিদেশে প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টির শাখা রয়েছে। এরা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। তবে বিদেশে এসব দলের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ইমেজ (ভাবমূর্তি) ক্ষুণ্ণ করছে।”
ভারতে বাংলাদেশের বিরুদ্ধে চলমান প্রোপাগান্ডা সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, “ভারতের মিডিয়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এ ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন। আমরা প্রবাসীদের সাহায্য চাই, যেন তারা এই মিথ্যা প্রচার রুখে দিতে সহায়তা করে।”
বিমানবন্দরে যাত্রী হয়রানির বিষয়ে তিনি বলেন, “বিমানবন্দরে যাত্রীদের হয়রানির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হবে।”