হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।পুলিশ জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলায় স্টারসিরামিকের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি শ্রমিক বহনকারী লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৪ জন আহত হন।পরে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
মরদেহগুলো হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে।শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক।
                           
                           
     
  
  Mytv Online
 Mytv Online  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                