শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে চলমান আন্দোলন নিয়ে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন।
তিনি জানান, তাদের দাবিগুলো নিরসনে ইতোমধ্যেই উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে, যা সাত সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন দেবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষাখাতের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর সুদূরপ্রসারী প্রভাব থাকে এবং তাৎক্ষণিক সমাধান পাওয়া কঠিন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রাস্তায় আন্দোলন এবং আল্টিমেটামের মাধ্যমে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। রাস্তা অবরোধের ফলে জনদুর্ভোগ বাড়ছে এবং সরকারও যথাযথ বিবেচনার সুযোগ হারাচ্ছে।
সাত কলেজের সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির কারণে সৃষ্টি হয়েছে, এবং এর ফলে শিক্ষার্থীদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার আহ্বান জানান, পাশাপাশি সমস্যার সমাধানে সরকারের চলমান প্রচেষ্টার প্রতি আস্থা রাখতে অনুরোধ করেন।