ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে একটি অস্বাভাবিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতের অন্ধকারে উপজেলার ৮নং ভেলাজান মাহজনপাড়া এলাকার শহিদুল ইসলামের বাসায় সিঁধ কেটে চুরি করা হয়।
এ ঘটনায় পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, চোরেরা মধ্যযুগীয় পদ্ধতিতে বাসার মাটির ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে ঢুকে নগদ টাকা, কাগজপত্রসহ মূল্যবান সব কিছু লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান জানিয়েছেন, এখনও কোনও অভিযোগ তাদের কাছে পৌঁছায়নি। তবে, অভিযোগ পাওয়ার পর তারা বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন।