ঢাকা , রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ , ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টা ডাকলে আমরা যাব, অন্য দল দিয়ে কেন সালাহউদ্দিন আহমদ গণভবন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জামায়াতের সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু সামাজিক মাধ্যম ব্যবহারে শিশুদের বয়স বেঁধে দেবে ডেনমার্ক শীতের আগমনের শুরুতেই হোক ত্বকের যত্ন চলতি সপ্তাহেই কিছু এলাকার তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রির নিচে মালাইকার অশালীন নাচে বিপাকে হানি সিং রমনায় গির্জার সামনে ককটেল বিস্ফোরণ নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক উচ্চতা ‘কম’ বলে ডেটিং অ্যাপে মামদানিকে প্রত্যাখ্যান করেছিলেন, এখন আফসোস হচ্ছে ভারতে ২২ বার ‘ভোটার’ হওয়ার বিষয়ে যা বলছেন ব্রাজিলীয় সেই নারী ট্রাম্পের সামনে মাথা ঘুরে পড়ে গেলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি নারীর যন্ত্রণা বুঝতে পুরুষেরও এই অভিজ্ঞতা থাকা উচিত: রাশমিকা ঘর ভাঙছে ঐশ্বরিয়ার শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা কাছের মানুষ হারালেন হৃতিকের প্রাক্তন স্ত্রী বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত উত্তমকুমারের নায়িকা সুলক্ষণা মারা গেছেন জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের যে কারণে থেমে গেল সুরমা ও তাওজেনের ঘর বাঁধার স্বপ্ন

মার্চে ট্রুডোর উত্তরসূরির নাম ঘোষণা করবে লিবারেল পার্টি

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৪:০৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৪:০৫:৫২ অপরাহ্ন
মার্চে ট্রুডোর উত্তরসূরির নাম ঘোষণা করবে লিবারেল পার্টি
আগামী ৯ মার্চ কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি তার নতুন দলের প্রধানের নাম ঘোষণা করবে। এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশব্যাপী নেতৃত্ব নির্বাচনের ভোট ৯ মার্চ অনুষ্ঠিত হবে এবং সেদিনই নতুন নেতার নাম ঘোষণা করা হবে।

ট্রুডো, যিনি প্রায় এক দশক ক্ষমতায় ছিলেন, দলের ভেতরে অসন্তোষ বৃদ্ধি পাওয়ার পর সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

লিবারেল পার্টির সভাপতি সচিত মেহরা বলেন, ৯ মার্চ নতুন দলের নেতা নির্বাচিত হবে এবং ২০২৫ সালের নির্বাচনের জন্য দল প্রস্তুত হবে। এটি দলের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং দলের সদস্যদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে গত বছর ট্রুডো সরকারের প্রতি জনগণের সমর্থন কমে আসতে শুরু করে। জরিপ অনুযায়ী, তার দল কনজারভেটিভ দলের চেয়ে ২০ পয়েন্টেরও বেশি পিছিয়ে রয়েছে, যার নেতৃত্বে আছেন পিয়ের পলিয়েভ, একজন কঠোর মনোভাবাপন্ন নেতা।

পদত্যাগের ঘোষণা দেওয়ার সময়, ট্রুডো ২৪ মার্চ পর্যন্ত সংসদ স্থগিত করার ঘোষণা দেন। লিবারেল পার্টি আশঙ্কা করছে, তাদের সরকার অনাস্থা ভোটে পরাজিত হতে পারে। দলের নেতৃত্ব প্রত্যাশী প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং মার্ক কার্নি। ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ট্রুডো সরকারের দ্বিতীয় শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন এবং গত ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। মার্ক কার্নি কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টা ডাকলে আমরা যাব, অন্য দল দিয়ে কেন সালাহউদ্দিন আহমদ

প্রধান উপদেষ্টা ডাকলে আমরা যাব, অন্য দল দিয়ে কেন সালাহউদ্দিন আহমদ