ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা
জাতীয় নাগরিক কমিটি

ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহার, টিসিবির ট্রাক সেল চালুর দাবি

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৫:১৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৫:১৬:৪১ অপরাহ্ন
ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহার, টিসিবির ট্রাক সেল চালুর দাবি
ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, মোবাইল সিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ওপর শুল্ক, কর ও ভ্যাট বৃদ্ধির অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, “মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বৃদ্ধির জন্য দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং ব্যবসার খরচ বেড়ে যাবে। রাজস্ব আয় বাড়ানোর নামে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “বিগত সরকার আইএমএফ থেকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। সেই ঋণের শর্ত হিসেবে ভ্যাট বৃদ্ধির এই অধ্যাদেশ জারি করা হয়েছে। তবে এটি সাধারণ মানুষের জন্য নতুন সংকট সৃষ্টি করবে। জনগণের জীবনমান বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।”

টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি বন্ধের সমালোচনা করে তিনি বলেন, “টিসিবির ট্রাক থেকে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল ও চিনির মতো পণ্য কেনার জন্য মানুষকে দীর্ঘসময় লাইনে দাঁড়াতে হতো। এটি বন্ধ করে দেওয়া জনগণের প্রতি সরকারের দায়হীনতার পরিচায়ক।”

অর্থনীতির উন্নয়নে বিকল্প প্রস্তাব তুলে ধরে আখতার হোসেন বলেন, “সরকার প্রত্যক্ষ করের আওতা বাড়াতে পারে, যা সরাসরি সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে না। এছাড়া দুর্নীতি বন্ধ এবং খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি সম্ভব।”

জাতীয় নাগরিক কমিটি দাবি করেছে, “বিগত সরকার বিদেশে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে। এই অর্থ দেশে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। খেলাপি ঋণের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য নেতারা। তারা সরকারের প্রতি আহ্বান জানান, “অন্তর্বর্তী সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা হোক এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেওয়া হোক।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম