ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা 
জাতীয় নাগরিক কমিটি

ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহার, টিসিবির ট্রাক সেল চালুর দাবি

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৫:১৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৫:১৬:৪১ অপরাহ্ন
ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহার, টিসিবির ট্রাক সেল চালুর দাবি
ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, মোবাইল সিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ওপর শুল্ক, কর ও ভ্যাট বৃদ্ধির অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, “মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বৃদ্ধির জন্য দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং ব্যবসার খরচ বেড়ে যাবে। রাজস্ব আয় বাড়ানোর নামে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “বিগত সরকার আইএমএফ থেকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। সেই ঋণের শর্ত হিসেবে ভ্যাট বৃদ্ধির এই অধ্যাদেশ জারি করা হয়েছে। তবে এটি সাধারণ মানুষের জন্য নতুন সংকট সৃষ্টি করবে। জনগণের জীবনমান বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।”

টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি বন্ধের সমালোচনা করে তিনি বলেন, “টিসিবির ট্রাক থেকে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল ও চিনির মতো পণ্য কেনার জন্য মানুষকে দীর্ঘসময় লাইনে দাঁড়াতে হতো। এটি বন্ধ করে দেওয়া জনগণের প্রতি সরকারের দায়হীনতার পরিচায়ক।”

অর্থনীতির উন্নয়নে বিকল্প প্রস্তাব তুলে ধরে আখতার হোসেন বলেন, “সরকার প্রত্যক্ষ করের আওতা বাড়াতে পারে, যা সরাসরি সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে না। এছাড়া দুর্নীতি বন্ধ এবং খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি সম্ভব।”

জাতীয় নাগরিক কমিটি দাবি করেছে, “বিগত সরকার বিদেশে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে। এই অর্থ দেশে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। খেলাপি ঋণের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য নেতারা। তারা সরকারের প্রতি আহ্বান জানান, “অন্তর্বর্তী সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা হোক এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেওয়া হোক।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি