বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজাকার বলে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগ করেছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বিএনপিকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, "বিএনপি জামায়াতকে রাজাকার বলছে, তবে ২০ বছর একসঙ্গে মিছিল-মিটিং করেছেন। সমালোচনা না করে আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি।" তিনি আরও বলেন, "বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খান সম্প্রতি বলেছেন জামায়াতের সঙ্গে দূরত্ব নাই। তারা জাতীয় ঐক্য চান। আসুন, আমরা দেশ গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলি।"
জামায়াত নেতা শেখ হাসিনার শাসনামলকে "অন্ধকার ও কলঙ্কজনক অধ্যায়" হিসেবে উল্লেখ করে বলেন, "ফ্যাসিবাদ কখনো টিকে থাকতে পারে না, তাদের নিকৃষ্ট পতন হয়।"
তিনি জামায়াতের অবস্থান পরিষ্কার করে বলেন, "জামায়াত ক্ষমতায় গেলে কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হবে। জামায়াত কখনো রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করবে না।"
এছাড়া, তিনি জামায়াতকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "নিজেদের অধিকার আদায়ে জামায়াতকে একবার সুযোগ দেবেন।"