যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায়ও দেশবাসীর খোঁজ-খবর নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
সাক্ষাৎ শেষে মির্জা আব্বাস জানান, দীর্ঘ ১৮ বছর সঠিক চিকিৎসা পাননি খালেদা জিয়া। তিনি বলেন, ‘ম্যাডাম যদি আরও আগে চিকিৎসাটা পেতেন, হয়তো আরও সুস্থ থাকতেন। তবে তিনি এখন কিছুটা ভালো আছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।’
সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী সরকার তাকে অসময়ে অসুস্থ করেছে। যতটা সুস্থ থাকা দরকার ছিল, তাকে ততটা থাকতে দেওয়া হয়নি। তবে এখন তিনি কিছুটা ভালো আছেন।’
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘ম্যাডাম দেশের বর্তমান অবস্থা ও বিএনপির সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। তবে তিনি এখনো কোনো রাজনৈতিক নির্দেশনা দেননি। রাজনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি।’
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘নেত্রী দেশের অবস্থা এবং মহিলা দলের খবর নিয়েছেন। তিনি সবার কথা জানতে চেয়েছেন। তবে কোনো রাজনৈতিক আলাপ হয়নি।’
এই দম্পতি শুক্রবার লন্ডনে পৌঁছান এবং খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদও উপস্থিত ছিলেন।