৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ৫ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কনস্টেবল সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তাকে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কনস্টেবল সুজন হোসেন কখনও দাঁড়িয়ে, কখনও শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছেন।
ভিডিওটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে পদক্ষেপ নেয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ওই ঘটনার প্রেক্ষিতে সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং তাকে আজ (রোববার) আদালতে হাজির করার নির্দেশ দেয়।
ট্রাইব্যুনাল জানিয়েছে, এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
Mytv Online