ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী ইসরাইলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

লিটন ও হাসানকে বাদ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০১:১২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০১:১২:৩৯ অপরাহ্ন
লিটন ও হাসানকে বাদ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল
গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, লিটন দাস ও হাসান মাহমুদ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না। শেষ পর্যন্ত সেটি সত্যি হলো এবং এই দুইজনকে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত।

রোববার (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটন দাসের বাদ পড়ার কারণ হিসেবে তিনি বাজে ফর্ম, পাওয়ার প্লে সময়ে সুবিধা নিতে না পারা এবং একইভাবে বারবার আউট হওয়ার বিষয়টি উল্লেখ করেন।

ওপেনার হিসেবে দল থেকে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। লিটন না থাকায় সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে রয়েছেন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী। এছাড়া অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।

পেসারদের মধ্যে বাদ পড়েছেন হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। দলে সুযোগ পেয়েছেন চার পেসার তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

এদিকে, সাকিব আল হাসান বোলিংয়ে নিষিদ্ধ রয়েছেন। দুই দফা বোলিং পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি, তাই তাকে শুধুমাত্র ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী