ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর গ্রেফতার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিলের রায় আজ কুয়েতে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নির্বাচন আয়োজনে ইসিকে সহযোগিতা করতে ইউএনডিপির মূল্যায়ন শুরু বিদেশ সফরে স্ত্রীদের সঙ্গী করতে পারবেন না কোহলিরা ডিসি রাজি না হওয়ায় রাতের ভোট হয়নি একমাত্র চাঁপাইনবাবগঞ্জে ‘অবৈধ’ সম্পদের মামলায় এস কে সুর কারাগারে বিয়ের দাবিতে প্রেমিকের অফিসে হাজির প্রেমিকা শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন সীমান্তে কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মডেল তিন্নি হত্যা : খালাস পেলেন জাপার সাবেক এমপি অভি গবেষণা-উদ্ভাবনে ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার অক্ষয়-প্রিয়দর্শন জুটির নতুন সিনেমায় থাকছেন টাবু-যিশু  মুক্তিতে বাধা নেই বাবরের বেক্সিমকোর বন্ধ ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন জয়ের বিবাহবিচ্ছেদ ৩ বছর আগে, জানালেন নিজেই দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় সহায়তা দিলেন বিয়ন্সে

তিন দাবিতে গণ-অনশনে জবি শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০১:১৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০১:১৬:৩৯ অপরাহ্ন
তিন দাবিতে গণ-অনশনে জবি শিক্ষার্থীরা
তিন দাবিতে গণ-অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচিতে অটল থাকার সিদ্ধান্ত জানিয়েছেন তারা। ১২ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরণ অনশনে বসেছেন তারা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

তাদের দফাসমূহঃ
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে।

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যতদিন অব্দি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।


অনশনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী আবাসনের জন্য যে আন্দোলন করি, তার ফলে মন্ত্রণালয় ঘেরাও করি। সেখানে আমাদের একটা মিটিং হয় উপদেষ্টা, ইউজিসিসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে। ওখানে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা থাকলে তারা এটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারবে, এতে মন্ত্রণালয় ও ইউজিসির কোনো বাধা নেই।

তারা আরও বলেন, আমরা প্রশাসনকে যৌক্তিক সময় দিয়েছি যেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ফলাফল দেয়। ওই মিটিংয়ের পর অনেকবার প্রশাসনের সঙ্গে দেখা করেছি, আপডেট চেয়েছি। তারা আমাদের বলেছে, ‘কাজ চালিয়ে যাচ্ছি, চিঠি দিয়েছি, আমাদের ওপর ভরসা রাখো।’ কিন্তু এই কথার মধ্যেই সীমাবদ্ধ প্রশাসন। তারা এর বাইরে যেহেতু আর কোনো কথা বলছে না, এ জন্য আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের দাবি না মানা অবধি অনশন থেকে উঠব না।


উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, 'আমরা ৩ দাবিতে গণ-অনশনে বসেছি। ২য় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য যে বড় একটা আন্দোলন হলো এবং সেখানে মন্ত্রণালয় স্পষ্ট করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করতে পারে কিন্তু আমরা দেখতে পাই প্রশাসনের এ ব্যাপারে কাজের কোনো অগ্রগতি নেই তাই আমরা গণ-অনশন কর্মসুচি ঘোষণা করেছি।

শিক্ষার্থীদের অনশনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, 'আমাদের শিক্ষার্থীদের দাবি পূরণে আমরা সাধ্যমত চেষ্টা করছি। শিক্ষার্থীদের দাবি মূলত আমাদের দাবির অংশ।'

কমেন্ট বক্স
প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা