গোপনে বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। পাত্র নিলয়ও গানের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রায় এক বছর আগে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন পড়শীর বড় ভাই স্বাক্ষর এহসান।
স্বাক্ষর জানান, ‘তাদের বিয়ে গত বছরই হয়েছে। কিছু পারিবারিক বিষয় থাকায় এত দিন আমরা বিষয়টি প্রকাশ করিনি। তবে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।'
২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মঞ্চে নিলয়ের সঙ্গে পড়শীর পরিচয় হয়। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু, যা পরে রূপ নেয় প্রেমে। অবশেষে ১৬ বছরের সম্পর্ক বিয়েতে গড়ায়।
জানা গেছে, নিলয় ও পড়শী দীর্ঘদিন প্রেম করেছেন। নিলয় ২০১০ সাল থেকে পরিবারের সঙ্গে নিউইয়র্কে বসবাস করছেন। গত বছর তার পরিবার বাংলাদেশে এলে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
তারা শুরু থেকেই বিয়ের খবরটি সময়মতো প্রকাশ করার পরিকল্পনা করেছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে।