ঢাকার ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের একটি জুয়েলারি দোকানে স্বর্ণ চুরির ঘটনায় ৩ চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১২ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান, “বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার একটি জুয়েলারি দোকান থেকে ৫০ ভরি চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়েছে।”
ডিবি জানায়, ৩ জানুয়ারি দুপুর একটার দিকে ধানমন্ডির ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে শাটার কেটে মাত্র ৮ মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি করে পালিয়ে যায় চোরচক্র। দোকানের মালিক এ ঘটনার পর ধানমন্ডি থানায় মামলা করেন।
নাসিরুল ইসলাম আরও জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়েছে। এই অপরাধে ৮ থেকে ৯ জন জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। বাকি অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।