শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। আজ রোববার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
জি এম কাদের বলেন, ‘নতুন করে ভ্যাট আরোপ করা সরকারের এক নির্দয় সিদ্ধান্ত। এটি সাধারণ মানুষের জীবনে আরও বোঝা হয়ে দাঁড়াবে। সরকারকে এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিচ্ছি।’
তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল। ‘সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। ঘরে ঘরে বেকারের সংখ্যা বাড়ছে। মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা পর্যন্ত নিতে পারছে না। এমনকি ব্যবসায়ীরাও সংকটে রয়েছেন।’
জাতীয় পার্টি চেয়ারম্যান মূল্যস্ফীতি, ডলারের উচ্চ মূল্য, এবং ব্যাংকের সুদের চাপে মানুষের দুরবস্থার কথা উল্লেখ করে বলেন, ‘শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত মানুষের জীবন আরও অসহনীয় করে তুলবে।’
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘ভ্যাট না বাড়িয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর বিকল্প রয়েছে। সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে সরকারকে এই কঠোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানাই।’