স্পেন সরকার সম্প্রতি ইসরায়েলের একটি কোম্পানির সঙ্গে সই করা অস্ত্র চুক্তি বাতিল করেছে। এই চুক্তির আওতায় স্পেনের সিভিল গার্ড পুলিশের জন্য গুলি কিনতে চেয়েছিল মাদ্রিদ, যার মোট মূল্য ছিল ৬০ লাখ ৮০ হাজার ডলার।
মঙ্গলবার, স্থানীয় সময়, ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুক্তি বাতিলের ঘোষণা করেছে। তারা জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে স্পেন সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে বলেছে যে তারা ইসরায়েল থেকে অস্ত্র কেনা বন্ধ করেছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে, স্পেন ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের প্রতি অস্ত্র বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
এছাড়া, গত সপ্তাহে কয়েকশ’ স্প্যানিশ বুদ্ধিজীবী এবং শিল্পী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে একটি চিঠি লিখে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।