ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু

কুয়াকাটায় শ্রমিকদল ও কৃষকদল নেতার বিরুদ্ধে সাংবাদিক পেটানোর অভিযোগ

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৯:৫৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৯:৫৭:০২ পূর্বাহ্ন
কুয়াকাটায় শ্রমিকদল ও কৃষকদল নেতার বিরুদ্ধে সাংবাদিক পেটানোর অভিযোগ
পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি কে এম বাচ্চু এবং তার বাবার ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জসিম মৃধা ও পৌর কৃষক দলের সভাপতি আলী খন্দকারের দিকে।

রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আলী খন্দকার এবং জসিম মৃধার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক তাদের ওপর হামলা চালায়।

সাংবাদিক বাচ্চুর বাবা ইউনুচ খলিফা রাতে চৌরাস্তা এলাকায় এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় বাদাম বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আলী খন্দকার। তিনি বাদাম বিক্রেতাকে গালমন্দ করলে ইউনুচ খলিফা এর প্রতিবাদ করেন। এতে আলী খন্দকার ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।

বাবার ওপর হামলার খবর শুনে কে এম বাচ্চু ঘটনাস্থলে পৌঁছালে জসিম মৃধা ও আলী খন্দকারের নেতৃত্বে ২০-২৫ জন তাকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে বাচ্চু জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক বাচ্চু বলেন, “আমার বাবার ওপর হামলার খবর শুনে আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু আমাকে ঘিরে ধরে মারধর করা হয়। আমার বাবাকেও রেহাই দেয়নি তারা।”

এ বিষয়ে অভিযুক্ত পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জসিম মৃধা বলেন, “আমি সেখানে গিয়ে মারধর থামানোর চেষ্টা করেছি। কিন্তু বাচ্চু নিজেই আমার ওপর হামলা চালায়।”

অন্যদিকে, পৌর কৃষক দলের সভাপতি আলী খন্দকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ঘটনার পর পরিস্থিতি এখন শান্ত। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান

খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান