ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা 

বার্সার কাছে বিধ্বস্ত হয়ে হতাশ রিয়াল কোচ

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১০:১৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১০:১৬:২৯ পূর্বাহ্ন
বার্সার কাছে বিধ্বস্ত হয়ে হতাশ রিয়াল কোচ
বছরের প্রথম এল ক্লাসিকো, তাও আবার ফাইনাল ম্যাচ! সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের শিরোপার লড়াই ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চকর হলেও রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য ছিল হতাশাজনক। বার্সেলোনা দারুণ এক পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে ট্রফি ঘরে তুলেছে।

শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি তারা। বার্সেলোনার আক্রমণের সামনে যেন অসহায় হয়ে পড়েছিল রিয়ালের রক্ষণ। ম্যাচের প্রথমার্ধেই ৪-১ গোলে পিছিয়ে পড়ে আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পুরো ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামদের নিষ্প্রভ দেখিয়েছে।

ম্যাচশেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি দলের এমন পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “এটা খুবই বাজে একটি রাত। আমরা আমাদের সমর্থকদের হতাশ করেছি। তবে ফুটবল এমনই—কখনও আমরা জিতি, কখনও হেরে যাই। আমাদের এই হার থেকে শিখতে হবে।”

ডিফেন্সে বড় ভুলের জন্য হারকে দায়ী করে আনচেলত্তি আরও বলেন, “আমরা খুবই বাজেভাবে ডিফেন্ড করেছি। বার্সেলোনা সহজেই গোল পেয়েছে, আর আমাদের পরিকল্পনাও কাজে লাগেনি। প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। বিরতির সময় আমি খেলোয়াড়দের বলেছিলাম, আমাদের নিজেদের খেলার চেষ্টা করতে হবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।”

কাতালানদের আক্রমণাত্মক খেলার সামনে পুরো ম্যাচেই কোনঠাসা ছিল রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রেখেছিল জাভির শিষ্যরা। বার্সার এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়াবে, আর রিয়ালের জন্য হবে ভবিষ্যতে উন্নতির শিক্ষা।

বার্সেলোনার এমন দাপুটে পারফরম্যান্স এবং রিয়ালের হতাশাজনক প্রদর্শনী বছরের প্রথম এল ক্লাসিকোকে রোমাঞ্চকর করে তুললেও দুই দলের পার্থক্যটা স্পষ্ট করে দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি