দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আঙ্কেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।”
তমা আরও লিখেছেন, “এমন কিছু লিখে জানাতে হবে, তা কখনো কল্পনাও করিনি। আঙ্কেলকে আগামীকাল মঙ্গলবার সিলেটে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। রাফি এবং তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, যাতে এই কঠিন সময়ে তারা ধৈর্য ধরে থাকতে পারে। আল্লাহ মাটির মতো সরল মানুষটিকে তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।”
জানা গেছে, সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, রায়হান রাফী তার অসাধারণ নির্মাণশৈলীর জন্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার নির্মিত সর্বশেষ সিনেমা ‘তুফান’, যেখানে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর অভিনয় দর্শকদের মন কেড়েছে। এছাড়াও তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’ ও ‘সুড়ঙ্গ’-এর মতো সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন।
রায়হান রাফীর পরিবারের এই শোকের সময়ে সবাই তাদের জন্য প্রার্থনা করবেন।